বান্দরবানের লামায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ওই আসামি। গ্রেপ্তার আসামির নাম মনোয়ার আলম মনু (৫০)। তিনি লাইল্যারমার পাড়ার আবুল সামার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আসামি মনোয়ার আলমকে গ্রেপ্তার করে। লামা থানা পুলিশ জানিয়েছে, একটি মামলায় আদালতের দেওয়া ১৭ বছরের সাজা হওয়ার পর থেকেই আসামি মনোয়ার আলম মনু আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে মূলতবি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা করি এবং তাকে ধরতে সক্ষম হই। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
ইখা