এইমাত্র
  • মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী গ্রেপ্তার
  • হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
  • সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • মুক্তিযুদ্ধের ইতিহাসে মোড় ঘোরানোর দিন
  • পাবনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

    ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ঐকমত্য কমিশনের অনেকগুলো সভার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এটি আমাদের সবারই প্রত্যাশা ছিল। যদিও এখানে কিছু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ আছে, কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, এটা বাংলাদেশের জন্য নতুন ইতিহাস, নতুন মাইলফলক। তো একটা সনদ স্বাক্ষরও হয়েছে। আমরা আশা করি— এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করা দরকার।’

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।

    শিবির সভাপতি বলেন, ‘যদিও এটাকে অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলে দেয় যে একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে বিভিন্ন সময় সেটা আবার পরিবর্তন করে ফেলে। এজন্য গণভোট হলে এটা যে আইনি ভিত্তি পাবে বা সবার একটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা অর্ডিন্যান্সের মধ্য দিয়ে অতটা পাবে না। সেজন্য আমরা গণভোটের পক্ষে মত দিব। আর সেটা জাতীয় নির্বাচনের আগেই গ্রহণযোগ্যতা পাবেন।’

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সতেরোশ অধিক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাখা ছাত্রশিবির। এ সময় উপহার হিসেবে কুরআন (অমুসলিমের জন্য বই), কলম, নোটবুক, বুকলেট, পরিচিতি, চাবির রিং, ছেলেদের টি-শার্ট ও মেয়েদের জন্য হিজাব দিতে দেখা যায়।

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবির কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…