কুমিল্লার দেবীদ্বার থেকে চুরি হওয়া দুটি গরুসহ চার চোরকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল এলাকার কাছ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার রতনপুর এলাকার মো. কালাম, কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে কবির হোসেন, দাউদকান্দি উপজেলার কলাকোপা এলাকার হানু মিয়ার ছেলে কবির (২৬) এবং মুরাদনগর উপজেলার আব্দুস সালামের ছেলে রাজিব ওরফে তারা মিয়া।
মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বলদাখাল এলাকায় তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তাদের বিরুদ্ধে দেবীদ্বার থানায় গরু চুরির মামলা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজত থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
স্থানীয় পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গরু চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এসআর