এইমাত্র
  • জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
  • ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
  • যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
  • এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
  • আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
  • এবার লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা
  • আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
  • এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
  • আজ শুক্রবার, ২৩ কার্তিক, ১৪৩২ | ৭ নভেম্বর, ২০২৫
    লাইফস্টাইল

    সকালের সহজ ব্যায়ামে ফিট থাকুন সারাদিন

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম

    সকালের সহজ ব্যায়ামে ফিট থাকুন সারাদিন

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
    ছবি: সংগৃহীত

    শরীর-মনের সুস্থতা নিশ্চিত করতে আমরা কত ব্যায়াম করে থাকি। যারা কঠিন ব্যায়াম দেখে ব্যায়াম করার আগ্রহ হারিয়ে ফেলেন, তারা মাত্র একটি সহজ ব্যায়ামেই আপনার সুস্থতা নিশ্চিত করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে একটি সহজ ব্যায়াম অনুশীলন করতে পারেন। এতে দীর্ঘ সময় এনার্জি ধরে রাখার পাশাপাশি সারাদিন প্রশান্তি ও চাঙা অনুভব করবেন বলে মনে করেন ফিটনেস বিশেষজ্ঞরা।

    বজ্রাসন বিভিন্ন আসনের মধ্যে অন্যতম এবং এ আসনটি সবচেয়ে সহজ। তাই সকালে ঘুম থেকে উঠে অনায়াসেই স্বাচ্ছন্দ্যে এ ব্যায়াম অনুশীলন করতে পারেন।

    অনুশীলনের নিয়ম: প্রথমে শুয়ে পড়ে ধীরে ধীরে আপনার দুটি পা ওপরে তুলুন। এবার হাত দুটো কনুইয়ের কাছ থেকে ভেঙে কোমরের দু’পাশে ধরুন এবং কনুইয়ের ওপরে জোর দিয়ে কোমর ও পা সোজা অবস্থায় ওপরে তুলে নিয়ে আসুন। ৯০ ডিগ্রি পজিশনে উঁচু করা পায়ের বুড়ো আঙুল মাথা বরাবর থাকবে। থুতনিটি বুকের সঙ্গে এভাবে দিনে তিনবার অনুশীলন করুন।

    উপকারিতা

    প্রতিদিন সকালে এ আসন অনুশীলন করলে যেসব উপকার মিলবে সেগুলো হলো:

    ১। শরীরে কোনও নেতিবাচক চাপ পড়বে না।

    ২। রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

    ৩। নিয়মিত বজ্রাসনে চুলের স্বাস্থ্য উন্নত হয় এবং গোড়া শক্ত হয়। এর ফলে চুল সহজে ঝরে পড়ে না। বরং আগের তুলনায় হয় লম্বা, ঘন এবং আরও মজবুত।

    ৪। জয়েন্টের ব্যথা দূর হয়।

    ৫। কোমর, কাঁধ, হাঁটু ও গোড়ালি দৃঢ় হয়।

    ৬। পায়ের পাতার অসাড়তা রোধ করে।

    ৭। হজমশক্তি বাড়ায়।

    ৮। অনিদ্রার সমস্যা দূর হয়।

    ৯। মনের প্রশান্তি বাড়ায়।

    ১০। আর্থ্রাইটিস হওয়ার শঙ্কা কমে যায়।

    ১১। অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে তোলে, যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…