ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
সভায় ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় ২০১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের সাথে দুরত্ব বা ভুল বুঝাবুঝি হয় এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এই সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এসএম