ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো: ফয়সাল ফকির। তিনি নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বুধবার (২৯ অক্টোবর) রাতে পৌরসভার দশালিয়া মহল্লা থেকে অজ্ঞাত নামা আসামি হিসাবে ফয়সাল ফকিরকে গ্রেফতার করে পুলিশ।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দাকার জালাল উদ্দিন মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।’
এসএম