টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এবার দেখা যেতে যাচ্ছে এক অভিনব দৃশ্য। যুগ যুগ ধরে সাদা পোশাকের এই অভিজাত ফরম্যাটে চলে আসা ঐতিহ্যবাহী নিয়ম ভেঙে গৌহাটিতে হতে যাচ্ছে ভিন্ন এক অধ্যায়। প্রথাগত নিয়ম ভেঙে এবার লাঞ্চের আগে হবে চা বিরতি!
আগামী ২২ নভেম্বর থেকে গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। আর সেখানেই প্রথমবারের মতো দেখা যাবে এই সময়সূচি পরিবর্তন। সিরিজের প্রথম টেস্ট ১৪ নভেম্বর শুরু হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গৌহাটিতে সূর্যোদয় ও সূর্যাস্ত তুলনামূলকভাবে আগেভাগে হওয়ায় খেলার সময় সামঞ্জস্য রাখতে চা বিরতি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গৌহাটিতে দিনের আলো দ্রুত ফুরিয়ে যায়। তাই আমরা এবার পরীক্ষামূলকভাবে চা বিরতির সময় লাঞ্চের আগে আনার সিদ্ধান্ত নিয়েছি। এতে দিনের খেলার সময় কিছুটা বাড়ানো সম্ভব হবে।’
নতুন সময়সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরু হবে। প্রথম সেশন চলবে দুই ঘণ্টা, এরপর সকাল ১১টা থেকে ২০ মিনিটের চা বিরতি। তারপর দ্বিতীয় সেশন চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর থাকবে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত চলবে দিনের শেষ সেশন।
সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল সাড়ে ৯টায়। দুই ঘণ্টা খেলার পর থাকে ৪০ মিনিটের লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন শেষে ২০ মিনিটের চা বিরতি। এবারই প্রথম সেই বহু পুরোনো রীতি ভেঙে নতুন সূচি দেখা যাবে টেস্টে।
দেশভেদে অবশ্য সময়সূচি ভিন্ন হয়ে থাকে। যেমন ইংল্যান্ডে গ্রীষ্মকালে দিন বড় হওয়ায় ম্যাচ শুরু হয় সকাল ১১টায়। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ‘চা আগে, লাঞ্চ পরে’ এমন নজির এই প্রথমই।
আরডি