এইমাত্র
  • ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি
  • আনোয়ারায় অবৈধ ক্লিনিক-হাসপাতালে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
  • জামায়াত নেতা এ টি এম আজহারের শোক প্রকাশ, দ্রুত বিচার আহ্বান
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • কিশোরগঞ্জে শিশু হত্যা মামলা তুলে নিতে স্বামীর নির্যাতনের অভিযোগ
  • ব্রিসবেনেও ইংলিশদের ভরাডুবি
  • নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামের আনোয়ারায় সাজ্জাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় সাজ্জাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যা মামলায় জড়িত আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ১৮নং ওয়ার্ডের ওয়াজ্জায়ের পাড়া এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক শিমুল চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক নুরুল আফছারের নেতৃত্বে একটি টিম।

    গ্রেফতারকৃত এই আসামির নাম মো. আব্বাস (৩৫)। তিনি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত, যার মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি হস্তান্তর করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

    গ্রেফতারকৃত আব্বাস ভোলার লালমেহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার মো. ইদ্রিছের পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার ১৮নং ওয়ার্ডের ওয়াজ্জায়ের পাড়ায় কামাল সওদাগরের দুইতলা ভবনে ভাড়া থাকতেন।

    পুলিশ জানায়, সাজ্জাদ হত্যাকাণ্ডটি একটি সংঘবদ্ধ “গামছা গ্যাং” এর পরিকল্পিত অপরাধ, যারা আনোয়ারা ও আশপাশের এলাকায় সিএনজি ছিনতাই, হত্যা ও চুরি-ডাকাতিতে জড়িত। চক্রটির অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    এর আগে, এই মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতেই আব্বাসের নাম উঠে আসে, পরে সে সিএনজিটি অন্যত্র হস্তান্তর করেছে এবং সিএনজি অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলায় আব্বাসের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের টিম কাজ করছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…