এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    খেলা

    উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম

    উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে ৪.৫ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ ও সুপার লিগের পক্ষে কাজ করা প্রতিষ্ঠান এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট।

    দীর্ঘ আইনি লড়াই ও সমঝোতার ব্যর্থ প্রচেষ্টার পরই এ সিদ্ধান্ত এসেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট আদালতের এক ঐতিহাসিক রায়ের ভিত্তিতে তারা দাবি করেছে উয়েফা তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে ন্যায্য প্রতিযোগিতা বাধাগ্রস্ত করেছে।

    ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্রকল্প’ হিসেবে পরিচিত ইউরোপীয় সুপার লিগকে ঘিরে এবার নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

    সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রিয়াল ও এ২২ যৌথভাবে হারানো মুনাফা, ব্র্যান্ড ক্ষতি এবং প্রতিযোগিতার সুযোগ নষ্ট হওয়ার কারণে এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছে। বহু মাসের অচলাবস্থার পর উভয় পক্ষের আইনজীবীরা এখন “আক্রমণাত্মক আইনি পদক্ষেপ”-এর খসড়া প্রস্তুত করেছেন।

    সম্প্রতি মাদ্রিদের একটি আদালত উয়েফার আপিল খারিজ করে জানায়, সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের মুক্ত প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। এই রায়কে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দেখছেন তাঁর দীর্ঘদিনের আন্দোলনের “সবুজ সংকেত” হিসেবে।

    এর আগে ২০২১ সালের এপ্রিলে ইউরোপের ১২টি শীর্ষ ক্লাব চ্যাম্পিয়নস লিগের বিকল্প হিসেবে ইউরোপীয় সুপার লিগের ঘোষণা দিয়েছিল উয়েফা। লক্ষ্য ছিল ক্লাবগুলোর আর্থিক স্বাধীনতা ও নতুন প্রতিযোগিতার কাঠামো তৈরি করা। কিন্তু ভক্তদের প্রতিবাদ এবং উয়েফার কঠোর অবস্থানের মুখে মাত্র দুই দিনেই প্রকল্পটি ভেস্তে যায়। তবু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পিছু হটেনি, বরং আদালতে লড়াই চালিয়ে যায়।

    ২০২৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় বিচার আদালত (সিজেইইউ) রায় দেয়, উয়েফার অনুমোদন ব্যবস্থা ইউরোপীয় আইনের পরিপন্থী। পরে স্পেনের আদালতও সেই রায় বহাল রাখে। এই রায়ই এখন রিয়াল মাদ্রিদ ও এ২২–এর ৪.৫ বিলিয়ন ইউরোর মামলার ভিত্তি হয়ে উঠেছে।

    এর পর উয়েফা ও এ২২ সমঝোতার চেষ্টা করলেও, টুর্নামেন্টের কাঠামো নিয়ে মতবিরোধে আলোচনা ভেস্তে যায়। এ২২-এর অভিযোগ, উয়েফা ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। অন্যদিকে উয়েফার বক্তব্য, আদালতের রায় সুপার লিগকে বৈধতা দেয়নি এবং তাদের নতুন অনুমোদন নীতিমালা ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    সূত্র: গোল ডটকম

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…