এইমাত্র
  • মাদারীপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ‘তদন্ত হলে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাবেন কিছু উপদেষ্টার বিরুদ্ধে’
  • নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
  • আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা
  • ‘গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না’
  • নারীদের ঘরে বন্দি করার ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান
  • জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত
  • অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই: ডা. তাহের
  • এবার আশুলিয়ায় পিকআপে আগুন
  • ট্রাম্প ইস্যুতে ক্ষমা চাইলো বিবিসি
  • আজ শুক্রবার, ৩০ কার্তিক, ১৪৩২ | ১৪ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

    আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী একটি কারখানা ধ্বংস করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই, চট্টগ্রাম কর্তৃক গঠিত কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, এর আগে গত ১৭ জুলাই ২০২৫ তারিখে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের কালা বিবির দীঘি এলাকায় অবস্থিত 'এরিকো ফুড অ্যান্ড বেভারেজ' নামের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই সময় বিএসটিআই লাইসেন্স ছাড়া অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উৎপাদিত মালামাল জব্দ করে স্থানীয় মহিলা ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

    পরবর্তীতে বিএসটিআই পরীক্ষাগারে পণ্যটির নমুনা পাঠানো হলে তা অকৃতকার্য প্রমাণিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বিএসটিআই কর্তৃপক্ষের নির্দেশক্রমে জব্দ তালিকা অনুযায়ী জব্দকৃত আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক ও মোড়ক ধ্বংস করা হয়। একইসঙ্গে কারখানার অভ্যন্তরে থাকা অন্যান্য যন্ত্রপাতি মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

    অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আরও জানান, জনস্বার্থে অবৈধ খাদ্য ও পানীয় উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…