এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা

    এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম
    এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম

    প্রশাসকের আশ্বাসে অনশন ভাঙলেন সাত কলেজের শিক্ষার্থীরা

    এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম

    রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রায় ৩৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন প্রশাসকের আশ্বাসে তারা অনশন ভাঙেন।

    শিক্ষার্থীরা জানান, তিন মাস আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনো ক্লাস শুরু না হওয়ায় তারা অনশন শুরু করেছিলেন। তাদের মূল দাবি ছিল, দ্রুত ক্লাস শুরু করা।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেন। আলোচনায় ছাত্রনেতাদের পক্ষ থেকে বলা হয়, চলমান সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান জরুরি।

    প্রশাসন জানায়, মন্ত্রণালয়ে কথা বলে যত দ্রুত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরু করা যায়, সে বিষয়টি তুলে ধরা হবে। বৈঠকের শেষে অধ্যাপক ইলিয়াসের উপস্থিতিতে শিক্ষার্থীরা জুস পান করে অনশন ভাঙেন।

    অনশনরত এক শিক্ষার্থী বলেন, 'আমরা ক্লাস শুরু ও ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে এই কর্মসূচিতে বসেছিলাম। অন্তর্বর্তীকালীন প্রশাসনের সদিচ্ছা ও আশ্বাস পাওয়ায় আমরা আপাতত অনশন স্থগিত করেছি। তবে আমাদের দাবি, আগামী ১০ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।'

    অনশনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, 'শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই এই বিষয় তার কাছে তুলে ধরবো।'

    শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য গতকাল সকাল ১০টা থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অনশনে বসেন। দীর্ঘ সময় অনশন করায় দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…