এইমাত্র
  • বিহারে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট
  • হামজার ইনজুরি কতটা গুরুতর, ভারতের বিপক্ষে পাওয়া যাবে?
  • বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : চিকিৎসক
  • শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ
  • মাদারীপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ‘তদন্ত হলে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাবেন কিছু উপদেষ্টার বিরুদ্ধে’
  • নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
  • আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা
  • ‘গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না’
  • নারীদের ঘরে বন্দি করার ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান
  • আজ শুক্রবার, ৩০ কার্তিক, ১৪৩২ | ১৪ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কমিটি নিয়ে বিরোধ

    পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম

    পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের আন্দোলন শেষে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আপাতত সব ধরণের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা। দলের জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া এই আল্টিমেটামের মধ্যে কমিটি বাতিল না হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

    পরে সন্ধ্যায় কমিটির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তারা মশাল হাতে আরেকটি প্রতিবাদী মিছিল বের করেন। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ব্যস্ততম এলাকা চৌরাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে চৌরাস্তা এলাকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরআগে ২৬ অক্টোবর থেকে তারা এই আন্দোলন শুরু করেন।

    ​​সমাবেশে বিক্ষুব্ধ নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির একাংশের নেতা খোশবুর রহমান খোকন। তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুর্দিনে পাশে থেকে দলকে ধরে রেখেছেন, সেই ত্যাগী নেতাদের উপেক্ষা করে খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে নতুন কমিটিতে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের পদ দিয়েছেন।’

    তিনি আরো বলেন, ‘আমরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আগামী পাঁচ দিনের জন্য আমাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এই সময়ের মধ্যে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি দিতে হবে। অন্যথায়, পাঁচ দিন পর আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক সিরাজুল হক সুজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান খান ইয়ানুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী, উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।

    খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর -১ আসন (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) এ দলটির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দু'টি গ্রুপ পৃথকভাবে নেতৃত্ব দিয়ে আসছে। এর একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং অপর গ্রুপের নেতৃত্ব রয়েছেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। দু'জনই আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি নবগঠিত কমিটিতে শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

    বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে এই অভ্যন্তরীণ অসন্তোষের জেরে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষুব্ধদের দাবি মেনে কমিটি বাতিল বা বহাল রাখা— পুরো বিষয়টিই এখন জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…