এইমাত্র
  • আনোয়ারায় অবৈধ ক্লিনিক-হাসপাতালে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
  • জামায়াত নেতা এ টি এম আজহারের শোক প্রকাশ, দ্রুত বিচার আহ্বান
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • কিশোরগঞ্জে শিশু হত্যা মামলা তুলে নিতে স্বামীর নির্যাতনের অভিযোগ
  • ব্রিসবেনেও ইংলিশদের ভরাডুবি
  • নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ
  • বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    বিচিত্র

    ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে

    বিচিত্র ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম
    বিচিত্র ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম

    ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে

    বিচিত্র ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম

    রাজধানীর কর্মজীবীদের জন্য সময় হাতে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায় অসম্ভবই বলা চলে। নাগরিক জীবনে ব্যস্ততার কারণে অনেকে প্রয়োজনীয় সময়টুকুও দিতে পারেন না প্রিয়জন কিংবা পরিবারকে। অনেকক্ষেত্রে সময় ও দূরত্বের কারণেও তেমন কোথাও যাওয়া সম্ভব হয়ে উঠে না। এ নিয়ে হয়তো সঙ্গী বা পরিবারের সদস্যদের হাজারো অভিযোগ রয়েছে।

    তবে রাজধানী ঢাকার আশেপাশে এমন অনেক ঐতিহাসিক স্থাপনা ও পর্যটনকেন্দ্র রয়েছে, যেগুলো একদিনেই ঘুরে আসা যায়। চাইলে সাপ্তাহিক ছুটির দিন কিংবা একদিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন এসব স্থান থেকে। এতে ভ্রমণের খিদেটাও মিটবে কম সময় এবং কম খরচে।

    এমন বেশ কয়েকটি পর্যটন স্থান ও স্থাপনা নিয়েই সময়ের কণ্ঠস্বরের আজকের আয়োজন-

    নুহাশপল্লী


    জনপ্রিয় কথাসাহিত্যিখ হুমায়ূন আহমেদ ব্যক্তিগত উদ্যোগ ‘নূহাশ পল্লী’। ঢাকা থেকে ৪৪ কিলোমিটার দূরে গাজীপুরে ৪০ বিঘা জায়গার উপর অবস্থিত একটি বাগানবাড়ি এটি। নুহাশ চলচিত্রের শুটিংস্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র নিয়েই মূলত নূহাশ পল্লী। মাঠের মাঝখানে একটি গাছের উপর ঘর তৈরি করা আছে, যা আবাক করবে আপনাকে! হুমায়ূন আহমেদ পরিচালিত বহু নাটক ও চলচ্চিত্রের শ্যুটিং হয়েছে এখানে। ১২ বছরের উপরে জন প্রতি টিকিট লাগবে ২০০ টাকা। ঢাকা মাত্রা ২ ঘণ্টার পথ।

    গোলাপ গ্রাম


    ঢাকা থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে সাদুল্লাহপুরে ‘গোলাপ গ্রাম’। মিরপুর দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে সাদুল্লাহপুর ঘাটের উদ্দেশে আধাঘণ্টা পরপর ইঞ্জিনচালিত নৌকা ছাড়ে। পুরো গ্রামজুড়ে ছড়িয়ে ছিটিয়ে গোলাপের বাগান। কম টাকায় প্রিয়জনের জন্য নিজের পছন্দমতো তুলতে পারবেন গোলাপ। বিস্তীর্ণ গোলাপের বাগান ছাড়াও এখানে রয়েছে রজনীগন্ধা, জারবেরা ও গ্লাডিওলাসের বাগান। ঢাকার সিংহভাগ গোলাপের চাহিদা পূরণ করে এ গ্রাম। স্থানীয় খাবারের দোকানগুলোতে পাবেন ঐতিহ্যবাহী খাবার।

    পানাম নগর


    পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের একটি পানাম নগর। ‘হারানো নগরী’ খ্যাত এ পুরাকীর্তিটি ঢাকা থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাঁতে অবস্থিত। বারো ভূঁইয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত ভূইয়া ঈসাখাঁর আমলে বাংলার রাজধানী ছিল পানাম নগর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে। এসব ভবনে জড়িয়ে রয়েছে বাংলার বারো ভূইয়াঁদের স্মৃতি। কাছেই মেঘনা নদী। নদীর ওপারে গেলেই দেখবেন কাশফুলে ভরা বিস্তীর্ণ মাঠ।

    মহেরা জমিদার বাড়ি


    টাঙ্গাইলে ভ্রমণের জন্যে মহেরা জমিদার বাড়ি অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে তিনটি স্থাপনা। তিনটি স্থাপনার প্রতিটাতে অসাধারণ কারুকাজ করা। বাড়ির ভেতরের দিকে বিশাল খাঁচায় বিভিন্ন রকম পাখি পালন করা হয়। মহেরা জমিদার বাড়ির বর্তমান নাম মহেরা পুলিশ ট্রেইনিং সেন্টার। ঢাকা থেকে মাত্র ৫৮ কিলোমিটার অবস্থিত দূরে এ পর্যটন স্পট। জমিদার বাড়ি ঢুকতে টিকিটের মূল্য জনপ্রতি ২০ টাকা।

    বালিয়াটি জমিদার বাড়ি


    বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার বাড়িগুলোর একটি। ঢাকা জেলা সদর থেকে ৫৬ কিলোমিটার দূরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি। মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়ি। বর্তমানে বাড়িটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এই জমিদার বাড়ির একটি ভবনে গড়ে তোলা হয়েছে জাদুঘর। জমিদার বাড়িতে প্রবেশের জন্য টিকিটের মূল্য জন প্রতি মাত্র ১০ টাকা। বাড়িটি রোববার পূর্ণদিবস আর সোমবার অর্ধদিবস বন্ধ থাকে।

    বেলাই বিল


    গাজীপুরের বেলাই বিল, মনোরম একটি জায়গা। ঢাকা থেকে মাত্র সাড়ে ২৬ কিলোমিটার দূরে চেলাই নদীর সঙ্গে বেলাই বিল। ট্র্যাফিক জ্যাম না থাকলে বাসে বা ব্যক্তিগত গাড়িতে আনুমানিক সোয়া ঘণ্টা লাগতে পারে। বিলে ইঞ্জিনচালিত নৌকা অথবা ডিঙ্গিতে করে ঘুরতে পারেন। সারাদিনের জন্য ভাড়া করা যায়। ইঞ্জিনচালিত নৌকা নিজেরাই চালিয়ে ঘুরতে পারেন। বিকালে এই শাপলা বিলে অপূর্ব দৃশ্য তৈরি হয়। এছাড়া নদীর পাশে ‘ভাওয়াল পরগণা’ (শ্মশান ঘাট বা শ্মশান বাড়ি) আছে। চাইলে শ্মশান বাড়িটি দেখে আসতে পারেন।

    মৈনট ঘাট


    মৈনট ঘাটকে বলা হয় ‘মিনি কক্সবাজার’। সমুদ্রের বেলাভূমির ছোট সংস্করণ এটি। সূর্যাস্ত দেখার দারুণ অভিজ্ঞতা নিতে পারেন। ঢাকার দোহার উপজেলার পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে মৈনট ঘাট। ঢাকা থেকে দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। নদীর অপর পাড়ে ফরিদপুরের চরভদ্রাসন। মৈনট ঘাটের এই হঠাৎ খ্যাতি ঘাটের দক্ষিণ পাশের চরটির জন্য। পথিমধ্যে পড়বে লক্ষ্মীপ্রাসাদ, জজবাড়ি, উকিলবাড়ি, আন্ধার কোঠা ইত্যাদি দর্শনীয় স্থান। শুকনো মরিচের সঙ্গে ডুবো তেলে ইলিশ ভাজা এই ঘাটের অন্যতম আকর্ষণ।

    গাজীপুর সাফারি পার্ক


    গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে প্রায় ৩ হাজার ৬৯০ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে সাফারি পার্ক। ঢাকা থেকে মাত্র ৪৩ দশমিক ৬ কিলোমিটার দূরে এই পার্কের প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণিদের বিচরণ দেখতে সারা বছরই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। এছাড়া এখানে রয়েছে পাখিশালা, প্রজাপতি সাফারি, জিরাফ ফিডিং স্পট, অর্কিড হাউজ, শকুন ও পেঁচা কর্নার, এগ ওয়ার্ল্ড, বোটিং, লেইক জোন, আইল্যান্ড, প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, ফ্যান্সি কার্প গার্ডেনসহ অনেক বিলুপ্তপ্রায় প্রাণির সমারোহ। গাজীপুরের বাঘেরবাজার থেকে রিকশা বা অটোরিকশায় করে সহজেই সাফারি পার্কে যাওয়া যায়।

    জিন্দা পার্ক


    নারায়ণগঞ্জের পর্যটকদের কাছে আরেকটি পছন্দের স্থান জিন্দা পার্ক। জেলার দাউদপুর ইউনিয়নের প্রায় ১৫০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে পার্কটি। এখানে পর্যটকদের আকৃষ্ট করতে ১০ হাজারের বেশি গাছ, পাঁচটি জলাধার ও অসংখ্য পাখি রয়েছে। এছাড়াও রয়েছে ক্যান্টিন,লাইব্রেরি, চিড়িয়াখানা, আটটি সুসজ্জিত নৌবহর। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এ পার্ক। নির্ধারিত টিকিট মূল্য দিয়ে পার্কে প্রবেশ করতে হবে।

    লক্ষণ সাহার জমিদারবাড়ি, নরসিংদী


    ঢাকার খুব কাছেই নরসিংদীর লক্ষ্মণ সাহার পুরোনো জমিদারবাড়ি। নান্দনিক সৌন্দর্য এবং কারুকার্যময় এই বাড়িটি ঘুরে আসতে পারেন যেকোনো ছুটির দিনে। পরিবার বন্ধুবান্ধবসহ কাটিয়ে আসতে পারেন একটি দিন প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে। জমিদার লক্ষ্মণ সাহার বাড়ি এবং আশপাশের বাড়িগুলোর শিল্পিত কারুকাজ অত্যন্ত সুনিপুণ নির্মাণশৈলীতে তৈরি এই ভবনগুলো শত বছর পরও ঐতিহ্যপ্রেমী এবং ভ্রমণপিপাসু পর্যটককে মুগ্ধ করে। উকিলবাড়ি নামে পরিচিত নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজার থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে অবস্থিত লক্ষণ সাহার জমিদারবাড়ি।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…