এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    খেলা

    ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম

    ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম

    বাংলাদেশের মাটিতে ভারতীয় ‍পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে তা। নতুন সূচি এখনও ঠিক হয়নি। এরই মাঝে সিরিজ খেলতে যাচ্ছে এই দুই দেশের মেয়েরা। যদিও দুই ফরম্যাটের সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতে। আগামী ডিসেম্বরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ খেলতে দেশটিতে সফর করবে।

    ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল। ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ইতেমধ্যেই দুই দেশের ক্রিকেট বোর্ডে আলোচনা শুরু হয়েছে সূচি প্রস্তুতি নিয়ে। ধারণা করা হচ্ছে, সিরিজের ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কটকে।

    বর্তমানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ চলছে। ফলে বাংলাদেশ-ভারতের আসন্ন সিরিজ দিয়ে শুরু হতে পারে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত খসড়া অনুসারে আমরা ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।’

    এদিকে, ৮ নভেম্বর থেকে নারী এনসিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। নিজের ফিটনেসের উন্নতির লক্ষ্যে এই ঘরোয়া লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। এ ছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও এই টুর্নামেন্টে খেলবেন না বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

    এবারের নারী বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরবর্তী সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। আট দলের মধ্যে তাদের অবস্থান ছিল সাত নম্বরে। আইসিসির এই মেগা টুর্নামেন্ট চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদা ও মারুফা। ফলে তাদের বিশ্রাম ও চোট পুনর্বাসন প্রয়োজন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…