বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, 'গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে রাজনৈতিক সংকট তৈরীর অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরীর অপপ্রয়াস।'
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের হলরুমে নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
এসময়, ডা. তাহের বলেন, 'যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। তবে, বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবেনা।'
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ডা. তাহের বলেন, ' সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় তৈরী হবে।'
এর আগে, নিজ আসন কুমিল্লা-১১ চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন ডা. তাহের। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহা. শাহজাহান। এছাড়াও, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আরডি