এইমাত্র
  • জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
  • ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
  • যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
  • এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
  • আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
  • এবার লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা
  • আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
  • এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
  • আজ শুক্রবার, ২৩ কার্তিক, ১৪৩২ | ৭ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম

    কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম

    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আম্বালা ফাউন্ডেশনের দুই কর্মীকে মারধর করে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার খাড়খাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, আম্বালা ফাউন্ডেশনের চাঁদপুর সদর এরিয়া ম্যানেজার বেলাল হোসেন (৩৮) ও শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান স্থানীয় ঋণগ্রহীতার জামিনদারের বাড়িতে বকেয়া টাকা আদায়ের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

    এ ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার খাড়খাদিয়া এলাকার মোঃ মেহেদী, মোসাঃ ফারহানা আক্তার, মোঃ জাহাঙ্গীর, মোঃ সামছু, মোঃ শাওন, মোঃ রিপন, মোঃ মাসুদ কেরা ও মোঃ আলমগীর।

    জানা যায়, ফারহানা আক্তার ও তার স্বামী মেহেদীসহ কয়েকজন মিলে দুই এনজিও কর্মীকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় দুই এনজিও কর্মী রাস্তায় আশ্রয় নিলে মেহেদী ও তার সহযোগীরা আবারও হামলা চালিয়ে পাশের এক দোকানে ঢুকে ভাঙচুর করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

    হামলায় দোকানে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষতি এবং ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া, এনজিও কর্মীদের সঙ্গে থাকা কিস্তির ১ লাখ ৫৫ হাজার টাকা এবং অফিসের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আহত দুই কর্মীর একজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় প্রাণনাশের হুমকিও দিয়েছিল বলে জানান স্থানীয়রা।

    এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ‘ভুক্তভোগী এই ঘটনা একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…