এইমাত্র
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • হাড় কাঁপাতে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম

    কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম
    ছবি: সংগৃহীত

    এক টুকরো কেক শেষ পর্যন্ত ভাঙন ধরাল এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

    গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত একটি পোস্ট উঠে এসেছে অনলাইন আলোচনামূলক প্ল্যাটফর্ম ‘রেডিট’-এর ‘AITAH’ নামের পাতায়। সেখানে ৪৬ বছর বয়সি এক নারী জানান, দীর্ঘদিন ধরেই তার ৪৮ বছর বয়সি স্বামীর সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ চলছিল।

    বিবাহবার্ষিকী উপলক্ষে সেই সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে স্বামী একটি সফরের আয়োজন করেন। কিন্তু তিনি এমন একটি হোটেল বেছে নেন, যেখানে যাওয়ার বিষয়ে তারা আগে থেকেই একমত হয়েছিলেন যে কখনো যাবেন না। তবুও স্ত্রী ইতিবাচক মনোভাব ধরে রাখার চেষ্টা করেন।

    নারীর ভাষ্য অনুযায়ী, হোটেলে পৌঁছানোর পর স্বামীর মেজাজ আরও খারাপ হতে থাকে। তিনি স্ত্রীকে রাতের খাবারের অর্ডার দিতে বলেন। স্ত্রী তিনটি খাবার বেছে নেন এবং শেষে দুজন মিলে খাওয়ার জন্য একটি চিজকেক অর্ডার করেন।

    খাবারের পর স্ত্রী নিজের অংশের কেক ফ্রিজে রেখে দেন, কারণ তখন আর খেতে পারছিলেন না। স্বামী তার অংশ খেয়ে ফেলেন। পরদিন সকালে স্ত্রী দেখেন, ফ্রিজে রাখা নিজের কেকটিও নেই। জিজ্ঞেস করায় স্বামী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনিই কেকটি খেয়েছেন।

    নারী জানান, এই ঘটনাটি আসলে তাদের সম্পর্কের বৃহত্তর সমস্যার প্রতিফলন। তার মতে, স্বামী সব সময়ই নিজের ইচ্ছামতো চলেছেন—শুধু কেক নয়, জীবনের প্রায় সব ক্ষেত্রে তিনিই তার অধিকার বা পছন্দ কেড়ে নিয়েছেন। স্ত্রী হিসেবে তিনি যেন শুধু গৃহকাজ আর স্বামীর চাহিদা পূরণের মাধ্যম হিসেবেই থেকে গিয়েছিলেন।

    এই অভিজ্ঞতা শেয়ার করার পর পোস্টটি দ্রুত ভাইরাল হয়। হাজারো ব্যবহারকারী ওই নারীর সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে মন্তব্য করেছেন যে, সম্পর্কের মধ্যে সম্মান ও সমান অংশীদারিত্ব না থাকলে এমন বিচ্ছেদই স্বাভাবিক পরিণতি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…