স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়িয়েছে। এই ম্যাচে টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে।
এর আগে প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। তবে সম্মান রক্ষার এই ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিয়েছে লাল-সবুজ শিবির। সে কারণেই একাদশে এসেছে বড় পরিবর্তন। দলে ফিরেছেন চারজন ক্রিকেটার।
বাংলাদেশের একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। জায়গা হারিয়েছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দলে টিকে গেছেন জাকের আলী অনিক।
একনজরে একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
আরডি