চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে মারামারিতে চিকিৎসাধীন বৈকুন্ঠু নাথ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুর আহমদ।
নিহত বৈকুন্ঠ সুন্দরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়রাম মহাজন বাড়ির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে ওই গ্রামের জয়রাম বাড়িতে সবু কান্তি নাথের সাথে বৈকুন্ঠ চন্দ্র নাথের পারিবারিক সীমানা বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ধারাবাহিকতায় ঘটনার দিন উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে মারামারিতে বৈকুণ্ঠ মারাত্মত জখম প্রাপ্ত হন। এসময় তার পকেটে থাকা ১ লক্ষ ৮৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার চিনিয়ে নেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলার নাজিরহাটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন বৈকুন্ঠ শুক্রবার বিকেলে মারা যান।
ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, 'বুধবারের মারামারির ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা করেন নিহতের স্ত্রী। মামলায় অভিযুক্ত টিংকু রানী নাথকে আটক করা হয় এবং বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’
এনআই