জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইমরান।
শুক্রবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ঘোষিত কমিটিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, নতুন কমিটি আগামী তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত কার্যকর থাকবে। ঘোষিত কমিটিতে মুহাম্মদ হাসান আলিকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন, এ্যাডভোকেট মো. মিরাজ মিয়া, সৈয়দ মোহাম্মদ ইমরান, মো. সাজ্জাদ হোসাইন, মাহবুবে আবেদীন, অধ্যাপক ড. মহিউদ্দিন, সিফাত হোসাইন, মো. মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, উম্মে হানি জেরিন, প্রকৌশলী মো. হাবিব উল্লাহ এবং আব্দুল্লাহ আল হাসান।
কমিটির অন্য সদস্যরা হলেন, মোহাম্মদ সেলিম, ডা. মো. শাহরিয়ার আলম, মাওলানা আনাস মুহাম্মদ, মো. আকাশ নুর, মো. আব্দুর রাজ্জাক, মো. আরিফুল ইসলাম, কাজী জাবের, জয়নুল আবেদীন কায়সার, মো. আব্বাস উদ্দীন, মোহাম্মদ হেফাজত ইসলাম চৌধুরী, হারুনুর রশিদ, সানজিদা রহমান, মীর মনছুরুল আলম, কাজী মোহাম্মদ জাওয়াদ বিন আরিফ, এডভোকেট মোহাম্মদ আয়ূব, আমান উল্লাহ আমান, কাজী রাকিব, মো. ইব্রাহীম ফারুখ, শাহেদুল আলম শিকদার, রাশেদুল আলম সৌরভ, সাদ্দাম হোসাইন, ডা. ইরফান আল সাঈদ, মো. মহিউদ্দিন, শহিদুল ইসলাম শাহেদ, জহির উদ্দিন চৌধুরী হিমেল এবং এ.কে.এম. মোরশেদ।
ইখা