এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

    গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

    “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া”-এই স্লোগানে গাজীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানকার গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক।

    সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড দ্রুত গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের জন্য পৃথক আদালত স্থাপনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ হলেও নিজেরাই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় অধিকাংশ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বেতন বৈষম্য, চাকরি অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন।’ সমাবেশে গণমাধ্যমকর্মীরা সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান।

    নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবির কথা জানিয়ে বক্তারা আরো বলেন, ‘সরকারের উচিত সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া।’ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

    সমাবেশে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ. এম. দেলোয়ার বলেন, ‘সাংবাদিকরা সমাজের অন্যতম সচেতন শ্রেণি, অথচ তারাই আজ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত।’ তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে সাংবাদিকবান্ধব নীতিমালা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান।

    সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ. এম. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজারুল ইসলাম মাসুম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুগান্তরের জেলা প্রতিনিধি রিপন শাহ, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ এস. এম. হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ইউনিয়নের সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন, দৈনিক বাংলা ভূমি-এর সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, ডিবিসি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা শিকদার, সাংবাদিক ইউনিয়নের সদস্য মাজহারুল ইসলাম কাঞ্চন এবং দৈনিক নবজাগরণ-এর গাজীপুর প্রতিনিধি বায়েজিত হোসেন প্রমুখ।

    তারা আরও বলেন, ‘ওয়েজ বোর্ড বাস্তবায়ন শুধু অর্থের দাবি নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের প্রশ্ন। সরকার যদি মনে করে সাংবাদিকদের নীরব রাখা যাবে, তবে ভুল করছে। আমরা কলম নামাব না, আমরা কণ্ঠ রুদ্ধ করব না।’

    সমাবেশ শেষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সত্য, ন্যায় ও সাহসের পক্ষে এই আন্দোলন চলবে, যতদিন না সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা হয় এবং কোনো জুলুমবাজ, খুনি ও লুটেরা রাষ্ট্রীয় সুরক্ষা পেয়ে পার পেতে না পারে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…