ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশেষ অভিযানে মাদকসহ মফিজুল মোল্যা (৫০) নামের এক চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মফিজুল মোল্যা ৯টি মাদক মামলার তালিকাভুক্ত আসামি।
শনিবার (০১ নভেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার পানাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মফিজুল মোল্যা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া মোল্যা বাড়ির মৃত জলিল মোল্যার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী উপজেলার পানাইল বাজারে অভিযান চালিয়ে মফিজুল মোল্যাকে গ্রেপ্তার করেন। এ সময় তল্লাশি করে তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মফিজুল বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে আলফাডাঙ্গা উপজেলাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। ইতোপূর্বে তার বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে। বারবার গ্রেপ্তার হলেও তিনি কারাগার থেকে ছাড়া পেয়ে পুনরায় একই অপরাধে যুক্ত হন।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, 'এ ঘটনায় তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে। মামলায় শনিবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
এদিকে মফিজুল মোল্যাকে গ্রেপ্তারের খবরে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যৌথ বাহিনীর চলমান এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এসআর