মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে একাত্তর টিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের সভাপতিত্বে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয় ।
এরপর দ্বিতীয় অধিবেশনে যমুনা টিভির প্রতিনিধি বিএম খোরশেদকে সভাপতি, ডিবিসির প্রতিনিধি আশরাফুল আলম লিটনকে সাধারণ সম্পাদক এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটর ঘোষনা করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সহ-সভাপতি সাব্বির সোহেল, আবুল কালাম আজাদ, কাবুল উদ্দিন খান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইখা