এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

    নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

    ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ এই স্লোগানকে সামনে রেখে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ২১ দফা দাবিতে গাজীপুরে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (০১ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

    বক্তারা আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিকল্প নেই।

    সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এ এইচ এম দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের শ্রমের যথাযথ মূল্য দিতে হবে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে মিডিয়া চলবে না।

    তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে।

    বিক্ষোভে বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউলবারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ।

    সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

    অন্যথায় সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তারা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…