এইমাত্র
  • নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান
  • বিহারে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট
  • হামজার ইনজুরি কতটা গুরুতর, ভারতের বিপক্ষে পাওয়া যাবে?
  • বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : চিকিৎসক
  • শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ
  • মাদারীপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ‘তদন্ত হলে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাবেন কিছু উপদেষ্টার বিরুদ্ধে’
  • নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
  • আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা
  • ‘গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না’
  • আজ শুক্রবার, ৩০ কার্তিক, ১৪৩২ | ১৪ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সুপারি চুরির অপবাদে গ্রাম্য বিচারে মারধরের পরে কিশোরের আত্মহত্যা

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

    সুপারি চুরির অপবাদে গ্রাম্য বিচারে মারধরের পরে কিশোরের আত্মহত্যা

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

    কক্সবাজারের চকরিয়ায় সুপারি চুরির অপবাদে গ্রাম্য বিচারের নামে মারধরের পর অপমান সইতে না পেরে ওমর ফারুক বাবু (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। মৃত বাবু বমু বিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মাইট্টাটিলা পাড়ার বশির আহমদ ও আয়েশা বেগমের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে নিজ বাড়ির দোকানের পেছনের বারান্দায় গলায় ফাঁস দেয় বাবু। প্রথমে তার বড় ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ লামা থানা পুলিশের হেফাজতে রয়েছে। দাফনের অনুমতির জন্য স্বজনরা চকরিয়া থানায় অবস্থান করছেন।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টার দিকে মাইট্টাটিলা পাড়ার এরশাদ মিস্ত্রির দোকানে সুপারি চুরির অভিযোগে একটি তথাকথিত সালিশ বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শফি, সাবেক মেম্বার মোহাম্মদ হোসেন, বাবুর পিতা বশির আহমদসহ কয়েকজন। অভিযোগ ওঠে, ওই বৈঠকে বাবুকে জনসম্মুখে মারধর করা হয়। সালিশে সর্দার হিসেবে এরশাদ মিস্ত্রি ও মানিক মিয়াও ছিলেন।

    নিহতের মা আয়েশা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে গ্রামের লোকজন সবাই মিলে সবার সামনে মারধর করেছে, অপমান করেছে। এই লজ্জা সে সহ্য করতে পারেনি, তাই নিজের জীবন শেষ করে ফেলেছে।’

    এ ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়রা গ্রাম্য বিচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, ‘এ ঘটনাটি আমরা জেনেছি। নিহতের পিতাসহ ওই এলাকার কয়েকজন থানায় এসেছেন। প্রাথমিকভাবে তাদের বরাতে জানা গেছে, ছেলেটি এলাকায় কিছু খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশা করত এ কারণে মা-বাবা বকা দেন। পরে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তারা জানিয়েছে। যেহেতু লাশটি লামা থানা পুলিশ উদ্ধার করেছে, তারা তদন্তপূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নিবেন।’

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…