টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসদরের কুমারজানি রোডে তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল কাদের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। নিহত গোলাপী বেগম মির্জাপুর বাজারের কুমারজানি বিশু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। ২৬ অক্টোবর সকালে থানা সংলগ্ন বারোখালি খাল থেকে পা বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গোলাপির বাবা বিশু মিয়া অজ্ঞাত আসামিদের নামে ২৬ অক্টোবর রোববার রাতে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গোলাপির স্বামী আব্দুল কাদেরকে শনিবার দুপুরে শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে। সাতদিনের রিমান্ড আবেদন করে শনিবার বিকেলে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক সানাউল ইসলাম।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশি তদন্তে এই ঘটনার সাথে আব্দুল কাদেরের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
এনআই