এইমাত্র
  • জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
  • ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
  • যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
  • এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
  • আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
  • এবার লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা
  • আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
  • এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
  • আজ শুক্রবার, ২৩ কার্তিক, ১৪৩২ | ৭ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা হয়: সালাহউদ্দিন আহমেদ

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

    নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা হয়: সালাহউদ্দিন আহমেদ

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

    নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, 'আমরা রাজনীতিতে, বিশেষ করে লক্ষ্য করি। ইদানীং সেটি আরও বেশি লক্ষ্য করি। যারা ফেতনা তৈরি করে মুসলমানদের বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সবাইকে সাবধান হতে হবে। একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভাজিত করতে চায় ও ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়।'

    শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ঈদগাঁ ময়দানে কাসেমি পরিষদের উদ্যোগে আয়োজিত আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, 'আমরা মদিনার ইসলামের চর্চা করি, মদিনার ইসলামে বিশ্বাস করি। আমরা মওদুদীর ইসলামের অনুসারী নই। সুতরাং যারা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে আমাদের সাবধান হতে হবে। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে।'

    সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, 'আমাদের পয়লা দ্বীন, বাদমে দুনিয়া। বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ইসলাম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি জনসাধারণ দেখেছে। তারা মুসলিমবিদ্বেষী সরকার ছিল। তারা এই ইসলামবিরোধী, আলেম নির্যাতনের রাজনীতি, মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আল্লাহর হুকুমে কিভাবে তাদের রাজনীতির সমাপ্ত হয়েছে, আমরা সবাই সাক্ষী। সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয়। আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি করতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে ইনশাআল্লাহ।'

    সম্মেলনে জমিয়তে উলামায়ে নেতা মুফতি মনির হোসাইন কাশেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…