চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর চায়না ইকোনমিক জোন এলাকায় এক বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও লোহার গেইট লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে আবু ছালেক ও আবু ছৈয়দের নেতৃত্বে ৮–১০ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দেয়াল ভেঙে ফেলে এবং লোহার গেইট খুলে নিয়ে যায়। বাধা দিলে তার বাকপ্রতিবন্ধী ভাই মো. দিদারুল আলমকে বেধড়ক মারধর করা হয়।
কামাল উদ্দিন বলেন, “এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সালিশী বৈঠক ও থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। বরং এখন অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকপ্রতিবন্ধী মো. দিদারুল আলম, আরফ আলী, আবদুল হাকিম, মোহাম্মদ ফারুক ও স্থানীয় আহমদ ছফা প্রমুখ।
ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এনআই