কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা না গেলেও এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, শনিবার (১ নভেম্বর) রাত ৮ টার দিকে হঠাৎ মাদ্রাসার ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী জানান, আগুন লাগার মুহূর্তে তারা দ্রুত মাদ্রাসার শিক্ষার্থী ও আশেপাশের মানুষদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে মাদ্রাসার ঘরটি ও ভিতরে থাকা রান্না ঘরের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
ইখা