এইমাত্র
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • কিশোরগঞ্জে শিশু হত্যা মামলা তুলে নিতে স্বামীর নির্যাতনের অভিযোগ
  • ব্রিসবেনেও ইংলিশদের ভরাডুবি
  • নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ
  • বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
  • যশোরে স্বর্ণসহ পাচারকারী আটক
  • নামিবিয়ার দায়িত্ব নিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম

    পটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম

    চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী এতে অংশ নেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। যৌথভাবে সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিপলু এবং পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন।

    র‍্যালি পূর্বে এক সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, ‘যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রভাগে রয়েছে। যুবসমাজকে দমিয়ে রাখা যাবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব।’

    এনাম আরও বলেন, ‘জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ, স্বাধীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। আজ যখন আমরা যুবদলের ৪৭ বছরের পথচলা উদযাপন করছি, তখন মনে রাখবেন—এই সংগ্রাম শেষ হয়নি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, দমন-পীড়নের মুখে আমাদের যুবশক্তি অটুট। আমরা ২৪-এর আন্দোলনের শহীদদের রক্তের অধিকার রক্ষা করব এবং জাতীয়তাবাদী আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাব। পটিয়ার এই মাটি থেকে শুরু করে সারা দেশে আমাদের সংগ্রাম ছড়িয়ে পড়বে। যুবকরা, তোমরাই এই দেশের ভবিষ্যৎ উঠে দাঁড়াও, লড়াই করো।’

    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান বলেন, ‘যুবদল গণতন্ত্রের রক্ষাকবচ। আজকের তরুণদের দায়িত্ব দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। পটিয়ার যুবদল ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যই হবে আন্দোলনের শক্তি। রাজপথে থেকে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনব।’

    এসব কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, আবু সালেহ, সাইফুদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, সোহেল, সিরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সিকদার সুমন, সেকান্দর হোসেন নয়ন, সাইফুর রহমান, আব্দুল করিম, কাজী মো. আরিফ, আরিফুল রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, গাজী দুলাল, এরশাদ, জিয়াউর রহমান, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, যুবনেতা এস এম রেজা রিপন প্রমুখ। সমাবেশ শেষে র‍্যালিটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক হয়ে পটিয়া বাস স্টেশনে গিয়ে শেষ হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…