বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল আবারও আলোচনায় এসেছেন। মাত্র তিন মাসের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন তিনি আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে।
২৫ বছর বয়সী নিকি নিকোলের জন্মদিনে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ঘনিষ্ঠ ছবির মাধ্যমে তাদের সম্পর্কের আনুষ্ঠানিকতা প্রকাশ করেছিলেন ইয়ামাল। ওই ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং দুজনের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা।
স্পেনের বিনোদনমূলক টেলিভিশন অনুষ্ঠান ‘ডি কোরাজন’ জানিয়েছে, ইয়ামাল ব্যক্তিগত কারণেই এই সম্পর্কে ইতি টেনেছেন। তাঁর দাবি, এই বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই এবং কোনো রকম প্রতারণা বা অবিশ্বাসের ঘটনাও ঘটেনি। ফলে সাম্প্রতিক মিলান সফরকে ঘিরে যেসব গুঞ্জন উঠেছিল, তা এখানেই শেষ হলো।
এর আগে একবার খবর ছড়িয়েছিল, মাত্র ১৩ দিনের মধ্যেই নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। দক্ষিণ আমেরিকার কয়েকটি গণমাধ্যম তখন দাবি করেছিল, নিকি নিকোল নাকি নতুনভাবে আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর সঙ্গে সম্পর্ক শুরু করেছেন। তবে তখন ইয়ামাল এই গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘এসব শিশুতোষ কথা। আমি জানিই না উনি কে, এমনকি চিনিও না।’
আরডি