রংপুরের তারাগঞ্জ উপজেলার বাঙ্গালীপুর এলাকায় বিয়ের দাওয়াত খেতে গিয়ে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (০২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রহিমাপুর শাহপাড়া গ্রামের জিকরুল শাহের ছেলে লিমন শাহ কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বাঙালীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। বাড়ির বাইরে তার ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলটি রেখে তিনি ভিতরে খাবার খেতে প্রবেশ করেন। কিছু সময় পর বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর সেখানে নেই।
লিমন শাহ জানান, 'আমি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাইনি। এত অল্প সময়ের মধ্যে কিভাবে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেল চোরেরা আমি বুঝতে পারছিনা।'
তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এসআর