এইমাত্র
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • হাড় কাঁপাতে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’
  • গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল: মান্না
  • রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার নামে মামলা হয়েছে: শিশির মনির
  • দুপুরে সংবাদ প্রকাশ, বিকেলে সিলগালা নকল ঔষুধের কারখানা
  • বাড়ল সয়াবিন তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর
  • ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    টানা চার বছরেও শেষ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

    টানা চার বছরেও শেষ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র ‘টিএসসি ভবন’ নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি। প্রায় ৩৪ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটির ৩০ থেকে ৪০ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে। ইতোমধ্যে দুই দফা মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, টিএসসি ভবনে থাকবে আধুনিক অডিটোরিয়াম, সাংস্কৃতিক মঞ্চ, বিতর্ক কর্ণার, ক্লাব অফিস, শিক্ষার্থী লাউঞ্জ ও ক্যাফেটেরিয়া। শিক্ষার্থীদের নাটক, সাহিত্য, বিতর্ক ও বিভিন্ন ক্লাব কার্যক্রমের কেন্দ্র হিসেবে ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময় ছিল দুই বছর। কিন্তু সময় পেরিয়ে গেলেও প্রকল্পের মূল কাজ এখনো অসম্পূর্ণ।

    এই অবস্থায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাব কার্যক্রম ক্যাম্পাসের বিভিন্ন খোলা জায়গায় সীমিত পরিসরে করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, “টিএসসি না থাকায় আমাদের কোনো নির্দিষ্ট সাংস্কৃতিক বা সামাজিক কেন্দ্র নেই। নাটক, সংগীত বা বিতর্ক, সব কিছুই আলাদা আলাদা জায়গায় করতে হয়।”

    কাজের ধীরগতির কারণ জানতে চাইলে প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ মোফাছিরুল ইসলাম বলেন, “কয়েকবার ডিজাইন পরিবর্তন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজের গতি কমেছে। সামনে আরও সময় বাড়ানো হবে। আমরা আশা করছি আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।”

    তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সারোয়ার বলেন, “আমরা পূর্ণ উদ্যমে কাজ করছি। ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে।”

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত টিএসসি ভবনটির কাজ সম্পন্ন করা হবে। এতে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চায় নতুন গতি আসবে বলে তারা মনে করছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…