গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বক্তারকান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত মল্লিক প্রধানের ছেলে।
জানা গেছে, রবিবার নুরুল ইসলাম ঘটনার স্থল সড়ক পারাপারের সময় ঢাকামুখী দ্রুতগামী অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শওকত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচএ