এইমাত্র
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • কিশোরগঞ্জে শিশু হত্যা মামলা তুলে নিতে স্বামীর নির্যাতনের অভিযোগ
  • ব্রিসবেনেও ইংলিশদের ভরাডুবি
  • নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ
  • বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
  • যশোরে স্বর্ণসহ পাচারকারী আটক
  • নামিবিয়ার দায়িত্ব নিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে হাসনাত আব্দুল্লাহ

    ‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

    ‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘স্বৈরাচারের প্রধান চুপ্পুর কাছ থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা হবে আন্দোলনের কফিনে শেষ পেরেক ঠোকার মত। তাই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণভোটের আদেশ জারি করতে হবে ড. ইউনুসকে।’

    রোববার (২ নভেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি বলেন, ‘নির্বাচনের আগে বাকি যে কাজ গুলো রয়েছে, যদি সেগুলো হয়ে যায়; তাহলে আমরাই নির্বাচন কার্যক্রমকে সহযোগীতা করবো। নির্বাচন কমিশন যেভাবে প্রচারণা চালাচ্ছে এবং যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে ভোটে অংশগ্রহন ভালোই থাকবে।’

    হাসনাত বলেন, ‘আমরা যেনো একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহনযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি, তার জন্য বড় দায়িত্ব রয়েছে রাজনৈতিক দলগুলোর।’

    এনসিপির বিষয়ে তিনি বলেন, তিনশো আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাপলা প্রতীকের বিষয়ে হাসনাত বলেন, ‘শাপলা প্রতীক কেনো দিবেনা তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। যার ফলে এই নির্বাচন কমিশন নিয়ে সংশয় দেখা দিয়েছে, নির্বাচনে কোনো অনিয়ম হলে তার ব্যাখ্যা দিবে কিনা।’

    আ.লীগের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবে না।’

    বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

    এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, দক্ষিনাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক প্রমূখ।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…