মুন্সিগঞ্জ শহরের বৈখর এলাকায় আওয়ামী লীগ নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর বোনের বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ককটেল তৈরির শতাধিক খালি কৌটা জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রিপন পাটোয়ারীর ভগ্নি জামাই মো. হাসানকে (৩৫) আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল বাড়িটিতে অভিযান চালায়। এরপর বাড়ির প্রতিটি কক্ষ ও আশপাশে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টার দিকে বাড়ির পেছনের ড্রেনেজ লাইনের নিচে একটি চৌবাচ্চার ভেতর থেকে তিনটি বালতিভর্তি ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বসতঘরের ভেতর থেকে ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত জর্দা ও গুড়ো দুধের শতাধিক খালি কৌটা জব্দ করা হয়েছে। এ সময় হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তিনি বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।’
আরডি