বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ওষুধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা এবং কোম্পানির দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার সাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লায়বা ফার্মেসি ও মনি মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা এবং বিভিন্ন কোম্পানির দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনুমোদনহীন ভারতীয় প্রসাধনী (যেমন নাইট ক্রিম “ডিউল”সহ অবৈধ প্রসাধনী) মজুদ ও বিক্রির দায়ে তাহিয়া কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠানকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ প্রসাধনীগুলো ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।
অভিযানে সহযোগিতা করেন উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. ইলিয়াস উদ্দিন আহমেদ এবং উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদ।
এনআই