এইমাত্র
  • শাহবাগ অবরোধে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
  • আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান
  • ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: ফখরুল
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলফাডাঙ্গায় দোয়া মাহফিল
  • যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
  • ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত
  • তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্ত্রীকে নৃশংসভাবে হত্যা
  • মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী গ্রেপ্তার
  • হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
  • সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

    দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষকেরা। পতিত জমিতে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন উপজেলার বহু কৃষক।

    দেওয়ানগঞ্জ অপেক্ষাকৃত নিচু ভূমি হওয়ায় সামান্য পানি বৃদ্ধি পেলেই অধিকাংশ জমি পানির নিচে ডুবে যায়। ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল সংগ্রহে ব্যর্থ হন এবং ক্ষতির মুখে পড়েন। আবার অতিবৃষ্টিতেও জমিতে পানি জমে থাকে দীর্ঘদিন। তাই বিকল্প ফসল হিসেবে এ অঞ্চলের কৃষকরা বেছে নিয়েছেন পানিফল চাষ।

    কম খরচে বেশি লাভ হওয়ায় এ চাষ এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে পানিফল চাষ করা হলেও বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষ করায় কৃষকরা আগের তুলনায় বেশি ফলন পাচ্ছেন।

    পানিফলকে স্থানীয়ভাবে ‘সিঙ্গারা’ নামেও ডাকা হয়। ইংরেজিতে এর নাম ওয়াটার চেস্টনাট (Water Chestnut), বৈজ্ঞানিক নাম ট্রাপা নাটানস (Trapa natans)। এটি হাঁটু বা কোমর সমান পানিতে জন্মে এবং সার-কীটনাশকের তেমন প্রয়োজন হয় না, ফলে চাষের খরচও কম। পতিত জলাশয়ে চারা রোপণ করে শুধু যত্ন নিলেই ভালো ফলন পাওয়া যায়।

    প্রতি বিঘা জমি চাষে খরচ হয় প্রায় ৩–৪ হাজার টাকা, আর ফল বিক্রি করে আয় হয় ১৫–২০ হাজার টাকা। পানিফলের গাছ ৫ মিটার পর্যন্ত লম্বা হয়; এর শিকড় পানির নিচে থাকে, আর পাতাগুলো ভেসে থাকে পানির ওপর।

    উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর দেওয়ানগঞ্জে ৩৯ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে।

    কৃষক হামিদ বলেন,“এবার অন্যান্য বছরের তুলনায় পানিফলের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় তিন থেকে চার হাজার টাকা খরচ করে মণপ্রতি প্রায় বারোশ টাকা দরে বিক্রি করে ১৫ হাজার টাকা লাভ পেয়েছি।”

    কৃষক ফারুক মিয়া জানান,“আমি দুই বিঘা জমিতে পানিফল চাষ করে ৩০ মণ ফল পেয়েছি। খরচ হয়েছে প্রায় ৭ হাজার টাকা, আর হাতে এসেছে ৩২ হাজার টাকা। অল্প পুঁজিতে ভালো লাভ হয়েছে।”

    আরেক কৃষক আমিনুল ইসলাম বলেন,“প্রতি বিঘায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি ফল বিক্রি করে বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ হাজার টাকা পাব। এখন এ চাষে আমাদের আগ্রহ দিন দিন বাড়ছে।”

    উপজেলার অনেক হতদরিদ্র পরিবার এখন ডোবা ও বদ্ধ জলাশয়ে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছে। অল্প পুঁজিতে এই চাষে লাভবান হয়ে শতাধিক পরিবারে সচ্ছলতা ফিরেছে।

    দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া বলেন,“এ বছর দেওয়ানগঞ্জে ৩৯ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী আমরা পরামর্শ ও সহায়তা দিচ্ছি। যে কোনো খাল, পুকুর বা ডোবায় এ ফসল চাষ করা যায়। উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা দিন দিন পানিফল চাষে আগ্রহী হচ্ছেন।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…