এইমাত্র
  • সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
  • ঘোষণার পরপরই শরীয়তপুর যুবশক্তির কমিটিতে পদত্যাগের হিড়িক
  • বরিশালে ‘ধানের শীষ’র রিকশা র‌্যালি
  • আবারও রেকর্ডবুক তোলপাড় করলেন জোকোভিচ
  • সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে শিক্ষকদের কর্মবিরতি, ১৭০টি স্কুলে বন্ধ পাঠদান
  • তামিমের সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল যুবা টাইগারদের
  • বাঘায় কলেজছাত্রীর আত্মহত্যা
  • চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ
  • গার্দিওলার ১০০০ ছোঁয়ার ম্যাচ
  • আজ রবিবার, ২৫ কার্তিক, ১৪৩২ | ৯ নভেম্বর, ২০২৫
    জাতীয়

    মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১১:২৮ পিএম

    মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১১:২৮ পিএম

    ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরো সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বাধ্যবাধকতা আনা হয়েছে। এখন থেকে ই-পাসপোর্টের আবেদন পুরোপুরি অনলাইনে পূরণ ও দাখিল করা বাধ্যতামূলক।

    মূল পরিবর্তন ও নির্দেশনাসমূহ:

    অনলাইন আবেদন বাধ্যতামূলক : আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে।

    সত্যায়িত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই।

    পরিচয়পত্র ব্যবহার : আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।

    বয়সভিত্তিক দলিল : ১৮ বছরের নিচে কেবল ইংরেজি ভার্সনের BRC।

    ১৮–২০ বছর হলে NID অথবা BRC। ২০ বছরের ঊর্ধ্বে কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)।

    আবশ্যিক ঘর পূরণ : আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।

    ঠিকানা অনুযায়ী আবেদন : আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।

    অপ্রাপ্তবয়স্কদের মেয়াদ : ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।

    পেশাজীবীদের সনদ : ডাক্তার, প্রকৌশলী বা ড্রাইভারের মতো পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।

    সরকারি কর্মচারীর দলিল : সরকারি কর্মচারী, শিক্ষক বা অনুরূপ পেশাজীবীদের জন্য GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।

    বিবাহ সংক্রান্ত দলিল : প্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা জমা দিতে হবে।

    জরুরি আবেদন ও সময়সীমা : জরুরি বা অতিজরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে।

    পাসপোর্ট পেতে নির্ধারিত সময়সীমা : অতিজরুরি ২ কর্মদিবস, জরুরি ৭ কর্মদিবস এবং রেগুলার ১৫ কর্মদিবস

    আবেদনের সময় মূল দলিল : NID, BRC এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

    ৬৫+ বয়সীদের জন্য সুবিধা : ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত পূর্বের শর্ত (যা কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দিত) বাতিল করা হয়েছে।

    শিশু ছবি নির্দেশনা : ৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।

    নতুন এই নির্দেশনার ফলে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল এবং সময় সাশ্রয়ী হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…