মুন্সিগঞ্জের লৌহজংয়ে কাভার্ডভ্যানে করে গাঁজা পরিবহনের সময় ৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. শিমুল মিয়া (৪৫)।
রবিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সিতারামপুর বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
আটক শিমুল মিয়ার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাগাইশ এলাকায়। তিনি মৃত আব্দুল বারেকের ছেলে। তার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলেও জানা গেছে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।
ইখা