স্বর্ণ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে মূল্যবান টয়লেট বিক্রির জন্য নিলামে উঠেছে। ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সোথবি শুক্রবার (৩ নভেম্বর) ঘোষণা করেছে, তারা ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘আমেরিকা’ শীর্ষক ভাস্কর্যটি নিলামে তুলবে।
প্রতিষ্ঠানটি জানায়, এটি সম্পূর্ণ কার্যকরী টয়লেট। ২০১৯ সালে এটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হয়ে যাওয়ার পর বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল। টয়লেটটি ১০১ দশমিক ২ কেজি স্বর্ণ দিয়ে তৈরি।
আগামী ১৮ নভেম্বর নিউইয়র্কে স্বর্ণের তৈরি এই শিল্পকর্ম ‘আমেরিকার’ নিলাম শুরু হবে। এটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে এক কোটি ডলার।
নিউইয়র্ক ভিত্তিক কোম্পানি সোথবির সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, মাউরিজিও ক্যাটেলান হলেন শিল্প জগতের একজন পরিপূর্ণ উসকানিদাতা। তিনি অন্যতম সফল শিল্পীও। তার শিল্পকর্ম ‘কমেডিয়ান’ (দেয়ালে টেপ লাগানো একটি কলা) গত বছর নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তার আরেকটি শিল্পকর্ম ‘হিম’ (অ্যাডলফ হিটলারের হাঁটু গেড়ে বসে থাকার ভাস্কর্য) ২০১৬ সালে নিলামে এক কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
শিল্পী মাউরিজিও ক্যাটেলান বলেছেন, তিনি অতিরিক্ত সম্পদকে ব্যঙ্গ করে তৈরি করেছেন ‘আমেরিকা’ বা স্বর্ণের টয়লেট। তিনি একবার বলেছিলেন, ‘আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের লাঞ্চ অথবা ২ ডলারের হট ডগ, টয়লেটের দিক থেকে ফলাফল একই রকমের।’
এইচএ