এইমাত্র
  • জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
  • ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
  • যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
  • এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
  • আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
  • এবার লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা
  • আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
  • এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
  • আজ শুক্রবার, ২৩ কার্তিক, ১৪৩২ | ৭ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

    গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় উপজেলার বালুয়াকান্দি দক্ষিণ মহল্লায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধিন।

    ভুক্তভোগীরা জানান, সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

    ঘটনার প্রত্যক্ষদর্শী সাবিদ বলেন, ‘ডাকাত দলের ২ সদস্য জানালার গ্রিল কেটে রুমের ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দলের আরও ১৫/২০ জন সদস্য ভেতরে প্রবেশ করে এবং বাহিরে আরও কয়েকজন ছিল। তাদের অধিকাংশ সদস্যের মুখে মাস্ক ও গামছা ছিলো। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্য ফ্ল্যাটের দরজা খোলান এবং প্রতি রুম থেকে ডাকাতি করে সবকিছু নিয়ে যায়।’

    অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক বলেন, ‘আমার ৩ ছেলে সিঙ্গাপুর থাকে । তাদের পাঠানো প্রায় ৩০ ভরি স্বর্ণ, ব্যাংক থেকে তোলা নগদ ৩ লাখ টাকা ও ৯টি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল। ডাকাতদের আচরনে বুঝতে পারছি, আমাদের পরিবার সম্পর্কে তারা অনেক কিছু জানে। কোথায় কী আছে, আমরা কোনদিন ব্যাংক থেকে টাকা তুলেছি, বাসায় ওয়াইফাই লাইন সবকিছুই তারা জানতো। আমার ধারণা, স্থানীয়রা ডাকাতির সঙ্গে জড়িত। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’

    বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখবো।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…