অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। এনিয়ে ভারত ভাসছে উৎসবের আনন্দে। এরই মধ্যে আরও এক খুশির খবর দিলেন দলটির সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে বিয়ে করতে চলেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, আগামী ২০ নভেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্মৃতির বেড়ে ওঠা এবং ক্রিকেট জীবনের সূচনা যেই মহারাষ্ট্রের সাংলিরে সেখানেই এ অনুষ্ঠান হবে।
২০২৪ সালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে প্রথমবার নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন স্মৃতি ও পলাশ। ভারতের বিশ্বকাপ জয়ের পর পলাশ তার সোশ্যাল মিডিয়ায় স্মৃতির হাতে ট্রফি তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সবচেয়ে এগিয়ে আমরা ভারতবাসী।’ সেই পোস্টে ভক্তরা রসিকতা করে লিখেছেন ‘লাকি গাই!’
এক অনুষ্ঠানে পলাশ নিজেও বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খুব শিগগিরই সে ইন্দোরের বউ হয়ে আসবে… ব্যস, এতটাই বললাম।’ এরপর হাসির ছলে বলেন, ‘এটাই হবে আগামী দিনের হেডলাইন!
পলাশ মুচ্ছল একজন জনপ্রিয় ভারতীয় গায়ক, গীতিকার ও সঙ্গীত পরিচালক। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। এছাড়াও ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’ প্রভৃতি স্বাধীন সংগীতও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
আরডি