বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ) দুপুরে নগরের ডিসি কোর্ট কম্পাউন্ট থেকে শুরু হয়ে হাজী মোহাম্মাদ মহাসিন মার্কেট ও লঞ্চঘাট গিয়ে গণসংযোগটি শেষ হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এ সময় জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবুল কালাম শাহীন বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ। তাই তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য আসনের জাতীয় নির্বাচনে ধানের র্শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”
তিনি আরও বলেন, “এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা।”
ইখা