বরিশালে চাকরি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গত শনিবার বিকাল থেকে শুরু হওয়া কর্মসূচির আজ সোমবার (৩ নভেম্বর) তৃতীয় দিন। ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হবে আজ সন্ধ্যায়। এরপর রাতে বৈঠকে সিদ্ধান্ত নেবে তারা কি ধরনের কর্মসূচি ঘোষণা করবেন।
অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বগুড়া রোডস্থ স্যালাইন কারখানার সামনে চাকরি থেকে ছাঁটাই হওয়া ৫শ’ ৭০ জন শ্রমিক রাস্তা অবরোধ করে এ কর্মসূচি পালন করছেন। শ্রমিক নেতারা বলছেন, তারা সন্ধ্যার পর বৈঠকে বসবেন। চাকরি ফিরে পেতে তারা বড় ধরনের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেবেন। যেহেতু মালিকপক্ষ এখন পর্যন্ত তাদের সঙ্গে কোন যোগাযোগ করেনি।
চাকরিহারা শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে বিএনপি ও জামায়াতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে সহমত পোষণ করেছেন।
শ্রমিকরা আরও জানান, কারখানাটিতে প্রথমবারের মত শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশের মাত্র এক মাসের মাথায় শ্রমিক ছাটাইয়ের এই সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি।
ধারনা করা হচ্ছে বেতন বৃদ্ধিসহ আনুসাঙ্গিক ঝামেলা এড়াতেই এ ছাটাইয়ের সিদ্ধান্ত হতে পারে। এমনটাই মনে করছেন চাকুরিচ্যুত অনেক শ্রমিক।
ইখা