এইমাত্র
  • খরা কাটানো সেঞ্চুরিতে বাবরের যত রেকর্ড
  • ৩২ বলে সেঞ্চুরি করলেন ভারতের সূর্যবংশী
  • বিশ্বকাপে ক্রোয়েশিয়া, টিকিট অনিশ্চিত জার্মানির
  • টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার
  • ঢাকায় শীতের আমেজ, সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস
  • আখতার হোসেন টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছেন: মুনতাসির মাহমুদ
  • আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু
  • ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে
  • মেসি-মার্তিনেজের গোলে বছরের শেষ ম্যাচে জয় পেল আর্জেন্টিনা
  • ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে সাতজন নিহত
  • আজ শনিবার, ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুর

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

    ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুর

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

    ফরিদপুর-৪ আসনে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর প্রচারণা গেট ও ব্যানার ভাঙচুরের অভিযোগ ওঠেছে। সম্প্রতি সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটেছে।

    স্বতন্ত্র প্রার্থীর নাম মুফতি রায়হান জামিল। ভাঙচুরের এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত ব্যক্তি এসব ভাঙচুরের কাজ করেছে। তবে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

    এ প্রসঙ্গে মুফতি রায়হান জামিল বলেন, “এগুলো কোনো আঘাত নয়, বরং বিজয়ের লক্ষণ। যে গেট ভেঙে ফেলা হয়েছে, যে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে—সবই একদিন জয়ের গল্প বলবে, ইনশাআল্লাহ। আলোকে কখনো অন্ধকার ঢেকে রাখতে পারে না।”

    তিনি আরও বলেন, “গরিব-অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ বিজয় অর্জন করব। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে থানাকে জানিয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করলে আইনগত ব্যবস্থা নেব।”

    এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “মুফতি রায়হান জামিল এ বিষয়ে আমাকে মুঠোফোনে জানিয়েছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গেট-পোস্টার বা ব্যানার ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনও ব্যবস্থা নিতে পারে।”

    উল্লেখ্য, কিছুদিন আগে মুফতি রায়হান জামিল ১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসেন। এরপর মাত্র ১ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেও ব্যাপক সাড়া ফেলেন এলাকায়। মানবিক ও জনমুখী এসব উদ্যোগের কারণে তিনি ফরিদপুর-৪ আসনের জনগণের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…