পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউ খেত থেকে তনজিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধামোর গ্রামে লাউ খেতে মরদেহটি পাওয়া যায়। নিহত তনজিনা ওই গ্রামের চাল ব্যবসায়ী মৃত মজিবর রহমানের স্ত্রী। তৌহিদুল ইসলাম এবং তামিম নামে তার দুই ছেলে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার প্রায় এক বছর পর তনজিনা একই গ্রামের দিলু হোসেনের ছেলে মিনাল এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দুই মাস আগে তারা গোপনে বিয়ে করেন এবং মির্জাপুর বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। তবে মিনালের পরিবার এই বিয়েকে মেনে নেয়নি এবং ডিভোর্সের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এ সময় মিনালের বড় ভাই মিজানুর রহমান তনজিনার দুই ছেলেকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মিজানুর তনজিনার বড় ছেলেকে ব্যবহার করে ডিভোর্সের জন্য ব্ল্যাকমেইল করেন। ছেলের কথা ভেবে বাধ্য হয়ে তনজিনা কোর্টে গিয়ে মিনালকে ডিভোর্স দেন। সেই দিন মিজানুর তনজিনার বড় ছেলে তৌহিদুলকে পঞ্চগড় কোর্টে নিয়ে যান । ডিভোর্স শেষে মিজানুর তৌহিদুলকে মির্জাপুরের উত্তরা বাজারে পৌঁছে দেন এবং মিনাল তনজিনাকে নিয়ে অন্যদিকে চলে যান, জানিয়েছেন তৌহিদুল নিজেই।
এইদিকে ওই রাতেই তনজিনা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাকে একটি অন্ধকার জায়গায় আটকে রেখে মিনাল চলে গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার সকালে ধামোর গ্রামের জাহিরুলের লাউ খেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং তনজিনার পরিচয় শনাক্ত হয়। উদ্ধারকালে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র ও আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকার (জুয়েল) বলেন, লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটোয়ারী থানা পুলিশের পাশাপাশি সিআইডি টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
এসআর