অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে রাস্তার পাশে দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। রেস্টেুরেন্ট দুটি হলো- গোলাম ও রাজার হোটেল।
চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:হাসিবুর রহমান রেস্টুরেন্ট দুটিতে অভিযান চালানোর বিষয় নিশ্চিত করে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা-বাসি খাবার বিক্রির অপরাধে গোলাম ও রাজার হোটেলকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ‘
পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় পরিচালিত অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হালিম, সিএ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইখা