এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনায় ৯.৫ কিলোমিটার সড়ক বেহাল, ধীরগতির কাজে জনদূর্ভোগ চরমে

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

    মেঘনায় ৯.৫ কিলোমিটার সড়ক বেহাল, ধীরগতির কাজে জনদূর্ভোগ চরমে

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলা থেকে ভাটেরচর নতুন রাস্তা পর্যন্ত প্রায় সাড়ে ৯ কিলোমিটার সিংহভাগ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। এখন চলছে উন্নয়নকাজ, কিন্তু ধীরগতির কারণে মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে। খানাখন্দ, ভাঙা রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি আর কাদার কারণে সড়কটি আজ যেন চলাচলের পথ নয়, ছোট ছোট পুকুরের সারি। প্রতিদিন শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্কুল–কলেজগামী শিক্ষার্থী ও জরুরি সেবা নির্ভর মানুষ।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত লোডবাহী যানবাহনের চাপেই সড়কের এই করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “দাউদকান্দির টোল এড়াতে হোমনা ও বাঞ্ছারামপুরের বেশির ভাগ লোড গাড়ি ভাটেরচর দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে ছিনাই হয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ে না।”

    এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর। প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৩০৫ টাকা। লুটেরচর পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার অংশে চলমান এ কাজটি যৌথভাবে বাস্তবায়ন করছে মাস্টার এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ। এ পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৫৫ শতাংশ। প্রকল্পটি হস্তান্তরের সময়সীমা নির্ধারিত হয়েছে ১১ মার্চ ২০২৬। তবে প্রকল্পটি হাতে নেওয়া ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আবার উপ–ঠিকাদার হিসেবে আব্দুল হান্নানসহ কয়েকজনের কাছে হস্তান্তর করেন।

    এ বিষয়ে আব্দুল হান্নান মুঠোফোনে আমাদের এই প্রতিবেদককে বলেন, “কয়েকটি ব্রিজের এপ্রোচের কাজ আমাদের দেওয়া নেই, তারপরও করেছি। এর মধ্যে ৮০ মিটার একটি ব্রিজের এপ্রোচের কাজ চারবার করেছি, কিন্তু টিকছে না। সাব-স্টেশন ইঞ্জিনিয়ার নেই, ঠিকভাবে টাকাও পাচ্ছি না। আপনি আসেন, একদিন সরাসরি বসে কথা বলি।”

    ধীরগতির কাজের বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, “আমাদের অফিস ও কনসালটেন্টের উপস্থিতিতে কাজ চলছে। বিভিন্ন কারণে অগ্রগতি কিছুটা মন্থর হয়েছে। তবে দ্রুতগতিতে এগোতে পারলে আরও আড়াই মাসের মতো সময় লাগবে। তাদেরকে টাকা ঠিকই দেওয়া হচ্ছে, কাজ না করিয়ে তো টাকা দেওয়া যায় না। আর এপ্রোচের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ এসে বিষয়টি দেখেছেন এবং সমাধানও হয়েছে। কারণ এপ্রোচের কাজটি ঠিকাদারই করবে।”

    তিনি আরও বলেন, “কাজ চলমান থাকায় সড়ক ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ছেন এটা আমরা জানি। সেজন্য দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।”

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…