এইমাত্র
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ৬ মাসেই কোরআনে হাফেজ ৯ বছরের হাসান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

    ৬ মাসেই কোরআনে হাফেজ ৯ বছরের হাসান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    অবিশ্বাস্য এক অর্জনে দৃষ্টি কেড়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার তাহসিনুল কোরআন কওমি মাদরাসার এক শিক্ষার্থী মুহাম্মাদ হাসান। মাত্র ৬ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন মাত্র ৯ বছর বয়সী এই ক্ষুদে হাফেজ।

    সোমবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এই সময় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা যায়, উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক শওকত হাওলাদারের ছেলে মো. হাসান। ছোটবেলা থেকে পরিবারের লোকজন তাকে হাফেজ বানাতে ভর্তি করেন স্থানীয় তাহসিনুল কোরআন কওমি মাদরাসায়।

    এক বছরের মধ্যেই হাসান কায়দা, আমপারা ও নাজেরা শেষ করার পাশাপাশি মাত্র ৬ মাসে কোরআনের হিফজ সম্পন্ন করে। অল্প সময়ের মধ্যে এমনভাবে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

    স্থানীয় সমাজ সেবক মুজাফর তফদার জানান, হাসান খুবই মেধাবী শিক্ষার্থী। সে এই মাদরাসায় ভর্তি হয়েছে মাত্র এক বছর হলো। এরমধ্যে সে বাকিসব শেষ করে ৬ মাসের মধ্যে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। অল্প সময়ের মধ্যে তার এমন কোরআন মুখস্থ হওয়ায় আমরাও হতবাক হয়েছি। আগামীতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

    হাসানের বাবা শওকত হাওলাদার জানান, ছোটবেলা থেকেই আমি আমার ছেলেকে আল্লাহর পথে রাখতে নামাজ ও কোরআনের শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছে করেছিলাম। আল্লাহর বিশেষ কৃপায় হাসান এতো অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত। আমি তার বাবা হিসেবে গর্বিত।

    তাহসিনুল কোরআন কওমি মাদরাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার জানান, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল। সেজন্যই সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক বিশেষ দান।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…